বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০৯ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মসূচির ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল  স্থায়ী ক্যাম্পাসের দাবিতে এবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি  ক্যাম্পাস চাই দাবিতে ফের উত্তাল রবীন্দ্র বিশ্ববিদ্যালয় : মহাসড়ক অবরোধ  ফিল্ড ট্যুর নিয়ে নোবিপ্রবির ফিমস বিভাগের শিক্ষকদের অন্তর কোন্দল চকরিয়ায় আগুনে ভস্মীভূত হার্ডওয়্যারের দোকান; ক্ষয়ক্ষতি ৪০ লক্ষাধিক টাকা চকরিয়ায় জমি জবরদখলে বাঁধা দেওয়ায় প্রবাসীর স্ত্রী সন্তানের উপর হামলা, আহত ২ খুলনায় সাবেক এমপির বাড়ি দখল করে মাদ্রাসা চালু দুমকীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে তরুণী দুমকি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দুর্ধর্ষ চুরি দিগরপানখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন বশেমুরবিপ্রবি’তে তিন দিনব্যাপী সাইকোমেট্রিক টুলস ও সাইকোলজিক্যাল এসেসমেন্ট ট্রেনিং সম্পন্ন চকরিয়ায় মাষ্টার মাইন্ড অটো ব্রিকস ফ্যাক্টরিতে ২ নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু নোবিপ্রবির কোষাধ্যক্ষ হলেন অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ কেআইবি’তে এলডিডিপির মিডটার্ম রিভিউ কর্মশালা বশেমুরবিপ্রবি রোভার-ইন-কাউন্সিলের সভাপতি অনিক সম্পাদক ফারিহা চকরিয়া পৌর বাস টার্মিনালে ব্যাপক পরিবহন চাঁদাবাজি, অতিষ্ঠ চালক-মালিকসহ সাধারণ যাত্রীরা রবিতে ইকোন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের ফাইনাল অনুষ্ঠিত  ডেঙ্গারগ্রাম ডিগ্রি কলেজে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত গণতান্ত্রিক উপায়ে শেরপুর জেলা ছাত্র কল্যাণ সংসদ বশেমুরবিপ্রবির নয়া নেতৃত্ব নির্বাচিত রবির অর্থনীতি বিভাগে সেমিনার অনুষ্ঠিত  চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে নোবিপ্রবিতে বিক্ষোভ কয়রায় খাস জমিতে ভবন নির্মাণ, ব্যবস্থা নেয়নি ইউএনও চকরিয়ায় বিএনপি নেতার উপর সংঘবদ্ধ সন্ত্রাসী হামলা; চমেকে প্রেরণ লামায় জায়গা-জমির বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৭

‘অভিজ্ঞতা’ শব্দ কি দোষ করল?

বাংলাদেশ সারাবেলা ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ৪২৮ ০০০ বার

‘অভিজ্ঞতা’ শব্দটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমানে ‘অভিজ্ঞতা’ শব্দটি কেমন যেন দুর্বিসহ মনে হচ্ছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবী সমাজ এই ‘অভিজ্ঞতা’ শব্দটিকে না জানি সুচিন্তিতভাবে অপব্যবহার করেছেন। এই ধরুন, একজনের প্লেন চালানোর অভিজ্ঞতা আছে, আবার কারো প্লেন কিভাবে চালাতে হয় সে বিষয়ে বিজ্ঞান বই পড়ার পরীক্ষার অভিজ্ঞতা আছে। তাহলে কোন অভিজ্ঞতা কে গ্রহণ করা হবে! এবং কতটুকু গ্রহণ করা হবে! অনেকের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো অভিজ্ঞতা আছে। বিশ্ববিদ্যালয় পূর্ব অভিজ্ঞতার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয় কে কখনোই আলাদা করা হয়নি। অথচ অনেক বিশ্ববিদ্যালয়ই প্রাইভেট বিশ্ববিদ্যালয় অভিজ্ঞতাকে কেটে ফেলে দিয়ে কোথাও অর্ধেক কোথাও ৪০ ভাগ কোথাও জিরো করে রেখেছেন। এর পেছনের কারণ খুঁজতে গেলে খুঁজে পাওয়া যায় ব্যক্তি স্বার্থ অথবা কোন গুষ্টি স্বার্থের অপরিপক্ক মানসিকতার বহিঃপ্রকাশ। যেমন ধরুন পূর্বের বিভিন্ন অভিজ্ঞতা যদি যোগ করা হয় তাহলে কোন একজন অথবা একাধিক ব্যক্তিবর্গ এই বিশ্ববিদ্যালয়ে দুইবার, তিনবার অথবা আজীবন চেয়ারম্যান ডিন অথবা ড্যাশ ড্যাশ হতে পারবো না। সেজন্য কাগজের টুকরার মধ্যে কিছু ‘নীতিমালা’ লেখে রাখা প্রয়োজন তাই সুপরিকল্পিতভাবে লিখে রেখেছেন। আবার সেই লিখিত নীতিমালা অনুযায়ীও যদি খুঁজে বের করা যায় যে অবৈধভাবে আমার সেই চেয়ারে থাকতে হবে সেজন্য আবার নীতিমালার মধ্যেও অপারেশন চালানো হয়। যখন প্রয়োজন তখন ‘অভিজ্ঞতা’ সম্পন্ন এই চিকিৎসকগণ! যারা ইতিপূর্বে ঐ নীতিমালা লিখেছেন সেটার মধ্যেও অপারেশন চালিয়ে থাকেন। সেটা আবার আইসিইউতে অর্থাৎ কেউ জানে না কারো ঢুকার অধিকার নাই এমনই একটি জায়গায়। অপারেশন হওয়ার পরে জানা যায়। আবার নীতিমালার মধ্যে কিছু বিষয় শিক্ষকদের বড় একটি অংশের পক্ষে চলে যাচ্ছে তখন ঐ কু…. সম্পন্ন লোকের আবার হুটহাট করে নীতিমালা পরিবর্তন করে ফেলেন। ধিক্কার জানাই এসব দূরভীসন্ধিযুক্তকারীদের! নিজের স্বার্থ সিদ্ধির কারণে অন্যদের উপর অত্যাচার কখনোই মেনে নেওয়া যায় না। এই ধরুন এই বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যারা লেকচার হিসেবে জয়েন করেছিলেন তাদের মধ্যে তিনজন লেকচারার এবং এসোসিয়েট প্রফেসর থেকে প্রফেসর হওয়ার কথা দুই বা ততোধিক সম্মানিত শিক্ষকদের ক্ষেত্রে কি অত্যাচারীনা করা হচ্ছে! এই কাজ যারা করেন তারা এতটাই “ইখলাসের” সাথে সাথে অর্থাৎ গোপনীয়তার সাথে করেন যে কখনো যদি প্রকাশ পেয়ে যায় তাহলে একে অপরের উপর দোষ চাপিয়ে পার হয়ে যান। তার মানে আমি করেছি এই কথা বলার সৎ সাহস আর থাকেনা । এতেই বোঝা যায় সঙ্ঘবদ্ধ একটি চক্র! বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ পদাধিকারধারী এই “সর্বোৎকৃষ্ট”, নিকৃষ্ট প্রাণী গুলো এতটাই নিকৃষ্ট যে যখন বিপদে পড়ে পরে তখন আবার বলে আমি এটা করিনি। ছি ছি! আমি জেনে বুঝে ‘সর্বনিকৃষ্ট’ শব্দটি ব্যবহার করেনি কেননা কোরআনে একটি আয়াতে যারা দুষ্ট লোক তাদের ক্ষেত্রে “সর্বোৎকৃষ্ট” নিকৃষ্ট শব্দটি ব্যবহার করা হয়েছে। কারণ এই যে শব্দগুলো যখন তারা পড়বে অথবা শুনবে তখন তাদের অন্তরে অন্তত কিছুটা দাগ কাটবে! যদি না কাটে না ধরে না বুঝে তাহলে তারা তো মানুষের কাতারে থাকে না! যদিও তারা মানুষ হয়। কোরআনে আল্লাহ তা’আলা বলেছেন এই ধরনের মানুষ হচ্ছে চতুষ্পদ জানোয়ার, এমনকি এর চেয়ে নিকৃষ্ট। কেননা জানোয়ার অন্যায় করলে ঐ অন্যায়ের কোন হিসাব হবে না। মানুষ যদি অন্য মানুষের অধিকার নষ্ট করে তাহলে অবশ্যই তাকে একদিন না একদিন হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কিছু পানিশমেন্ট নেচারালি হয়ে যায়। যার বহিঃপ্রকাশ কখনো কখনো সাথে সাথে হয় অথবা কিছুদিন পরে হয়, নাহয় ভবিষ্যৎ তো পড়েই আছে। আসুন সবাই মিলে ঐ সমস্ত মানুষদেরকে ধিক্কার জানাই এবং শিক্ষকদের সর্বোপরি স্বার্থকে উদ্ধারের জন্য সকল শিক্ষক একসাথে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ হই। ধরুন একজন তার প্রফেশনাল বিষয়ে কোন এক জায়গায় চাকরি করে এসেছেন অর্থাৎ তিনি সাইকেল চালাতে পারেন বা প্লেন চালাতে পারেন অথবা গাড়ি চালাতে পারেন। তার অভিজ্ঞতা কেন কাউন্ট করা হবে না! আরেকজন শুধু ঐ বিষয়ে পড়ে এসেছেন অথবা পড়াচ্ছেন কিন্তু তার কোন প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নাই তাহার অভিজ্ঞতাকে কেন কাউন্ট করা হচ্ছে। আসুন এই “অভিজ্ঞতা” শব্দকে আমরা এভাবে ফুটবলের মত ব্যবহার না করি অর্থাৎ যখন আমার প্রয়োজন তখন ঠিক আছে যখন অন্যের প্রয়োজন তখন লাথি মেরে সরিয়ে দেয়। আমাদের যারা গভীর অভিজ্ঞতা সম্পন্ন নীতি নির্ধারক আছেন তাদেরকে আল্লাহ তা’আলা এই ‘অভিজ্ঞতা’ শব্দটি কে একই রকম ভাবে এবং সার্বজনীনভাবে ব্যবহার করার তৌফিক দান করুন। বিশেষ করে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত শিক্ষক মন্ডলী ডিউটেড প্রাপ্ত হয়েছিলেন এবং ভবিষ্যতে হবেন তাদের ক্ষেত্রে পুনরায় নতুন ভাবে রিজেন্ট বোর্ডের মাধ্যমে ডিউ ডেট কার্যকর করে তাদের অভিজ্ঞতার মূল্যায়ন করা হোক।

লেখকঃ
আবুল বাশার রিপন খলিফা
সহযোগী অধ্যাপক ফার্মেসি বিভাগ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ-৮১০০

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..