দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।এসময় তার বাবা ওমর আলী শেখকেও কুপিয়েছে দুর্বৃত্তরা।
গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে এ ঘটনা ঘটে।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের অবস্থা বেশি গুরুতর বলে জানা গিয়েছে।তাকে ও তার বাবাকে ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি করে প্রতিবেশীরা।
পরে অবস্থা গুরুতর হওয়ায় ওয়াহিদা খানমকে রংপুর মেডিকেলে স্থানান্তর করা হয়। পরবর্তীতে তাকে বেসরকারি হাসপাতাল ডক্টরস ক্লিনিকে স্থানান্তর করা হয়। বর্তমানে আইসিউতে রাখা হয় এই নির্বাহী কর্মকর্তাকে। অবস্থা আরও আশঙ্কাজনক হওয়ায় এয়ার এম্বুলেন্সে ঢাকা নেয়া হচ্ছে ওয়াহিদা খানমকে।
ঘটনার সত্যতা স্বীকার করে ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম জানান ইউএনও’র বাড়ির পেছনে ভাঙা ভেন্টিলেটর ব্যবহার করে বাড়িতে প্রবেশ করে দূর্বত্তরা।
বাড়ির পেছনে মই পাওয়া গেছে।
Leave a Reply