বিপর্যস্ত ইতালি কে সচল করার চেষ্টায় মে মাসেই লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্ত দেশটির প্রধানমন্ত্রীর।ভয়াবহ করোনা মহামারি ইতালিকে এক মৃত্যুপুরীতে পরিণত করেছে। পর্যটন সমৃদ্ধ দেশ ইতালির প্রতিটি শহর আজ মৃতের নগরী হিসেবে পরিচিতি পেয়েছে।যদিও মহামারির আগেও ইতালি অর্থনৈতিক ভাবে অতটাও সচল ছিল না, তবে করোনার প্রভাবে তা যেন তলানিতে এসে ঠেকেছে।
মাহামারি এড়ানোর জন্য গত ২৬ শে মার্চ থেকে দেশটি লকডাউন এর মধ্যে রয়েছে। তবে অর্থনীতি কে সচল করার লক্ষ্যে ৪ঠা মে ইতালির লকডাউন তুলে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কন্ট্রি। অর্থনীতি কে ধরে রাখতে শিল্প কে বাঁচিয়ে রাখার বিকল্প নেই বলে জানিয়েছেন দেশটির সরকার। ইতিমধ্যেই অল্প পরিসরে লোকবল নিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প গুলো চালানোর অনুমতি দিয়েছেন তিনি। তিনি একথাও উল্লেখ করেন যে, অর্থনীতি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে দেশটির উত্তরাঞ্চলে। গেল ২১-০৪-২০২০ তারিখে তিনি একথা জানান।
বর্তমান এ দেশটিতে মৃত্যর হার কিছুটা কুমেছে, তবে এখনো স্বস্তিতে নেই সাধারণ মানুষ।
দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যুবরণ করেছে ২৫,৫৪৯ জন।
এবং মোট আক্রান্ত রয়েছেন ১,৮৯,৭৩ জন।
Leave a Reply