নানা আয়োজনে ৭ই মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিনটিকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়।
এ উপলক্ষে রবিবার (৭ মার্চ) সকাল দশটায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান।
পতাকা উত্তোলন শেষে মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এসময় তার সাথে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান। অতঃপর পর্যায়ক্রমে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি একে একে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরাম, বাংলাদেশ ছাত্রলীগ ইবি শাখার নেতা-কর্মীবৃন্দ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ফটকের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ভাষণ সম্বলিত ম্যুরাল ‘মুক্তির আহবান’-এ ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান।
Leave a Reply