বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’ অনলাইন ভিত্তিক আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে।
জানা যায়, ইচ্ছাধীন বিষয়ে প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। একজন শিক্ষার্থী আবৃত্তি ও চিত্রাঙ্কন দুটি বিষয়েই অংশগ্রহণ করতে পারবেন। অংশগ্রহণকারীর পূর্ণাঙ্গ নাম, ঠিকানা, স্কুল ও শ্রেণী উল্লেখ করে আবৃত্তির ভিডিও ও চিত্রাঙ্কনের ছবি নির্দিষ্ট মেইলে পাঠিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের শেষ তারিখ ১৭ মার্চ দুপুর ১২ টা পর্যন্ত এবং ঐ দিনই সন্ধ্যায় এর ফল প্রকাশ করা হবে।
এ বিষয়ে তারুণ্যের সভাপতি শেখ রাইয়ান উদ্দীন বলেন, আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। শিশুদের মননশীল করে গড়ে তুলতে সমাজের প্রত্যেক ব্যক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সৃজনশীল মানুষরাই পারে অসম সমাজ ব্যবস্থা গড়ে তুলতে। আমাদের মনোজগৎ, কল্পনাজগৎ এর চিন্তা-ভাবনার বহিঃপ্রকাশ ঘটে ভাষা আর চিত্রকলার মাধ্যমে। এরই ধারাবাহিকতায় “তারুণ্য” শিশুদের নিয়ে অনলাইন ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে। ১৭ ই মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবসকে সামনে রেখে আমাদের এই আয়োজন।
Leave a Reply