ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ডিবেটিং সোসাইটি’র ২০২১-২২ বর্ষের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে। এতে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের স্নাতকোত্তর শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুম সরকার সভাপতি ও তারিক সাইমুম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
সোমবার (১১ অক্টোবর) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ডিবেটিং সোসাইটির মডারেটর সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম ও হল প্রভোস্ট অধ্যাপক ড. তপন কুমার জোর্দ্দার এর অনুমতিক্রমে এ কমিটির অনুমোদন দেন হল ডিবেটিং সোসাইটি’র সদ্য বিদায়ী সভাপতি ও জাতীয় বিতার্কিক রাফসান বুলবুল।
নবনির্বাচিত সভাপতি মাসুম সরকার ও সাধারণ সম্পাদক তারিক সাইমুম স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মোঃ আব্দুল্লাহ আদনান, যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যবস্থাপনার বিভাগের শ্যাম সরকার, সাংগঠনিক সম্পাদক বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমানুল সোহান এবং দপ্তর সম্পাদক আরবী সাহিত্য বিভাগের ইব্রাহিম খলিল।
এছাড়া কমিটিতে অর্থ-সম্পাদক হিসেবে রয়েছেন রাষ্ট্র্রবিজ্ঞান বিভাগের হাম্মাদ আহম্মেদ, তথ্য ও প্রচার সম্পাদক আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের শাহাজান আলী, বিতর্ক ও গবেষণা সম্পাদক হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সালমান আহমেদ, সাহিত্য সম্পাদক অর্থনীতি বিভাগের ফুয়াদ হাসান, শিক্ষা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে আল-ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের আহসান হাবিব এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আসানুউল্লাহ চৌধুরী, মাহমুদুল হাসান ও নাজিম হোসেন। নবগঠিত এ কমিটি আগামী ১ বছরের জন্য তাদের দায়িত্ব পালন করবে বলে জানা গেছে।
Leave a Reply