ঈশ্বরদীতে মানবতার ডাকে সারা দিয়ে একদল তরুণ-তরুণীর সংগঠন ‘কেয়ার ফর হিউম্যানিটি‘ এর পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
ঈশ্বরদীতে একদল তরুণ-তরুণী মিলে অসহায় মানুষের পাশে দাড়ানোর লক্ষ্যে গঠন করে “কেয়ার ফর হিউম্যানিটি”
বিগত তিন বছর ধরে সুবিধা বঞ্চিত মানুষের মুখে ঈদের হাসি ফুটিয়ে আসছে এই স্বেচ্ছাসেবী সংগঠন কেয়ার ফর হিউম্যানিটি।
প্রতিবার ঈদেই সংগঠনের পক্ষ থেকে দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে দেওয়া হয় ঈদের নতুন জামা। তবে এবার করোনাভাইরাসের আক্রমণে তাদের ভিন্নধর্মী উদ্যোগ।জামা-কাপড়ের পরিবর্তে দেয়া হয়েছে খাদ্য সামগ্রী।
চলমান করোনা পরিস্থিতিতে দেশব্যাপী অনেক মানুষ কর্মহীন হয়ে পরেছে। এ অবস্থায় নতুন জামা কাপড়ের চেয়ে দুবেলা খাবার পাওয়াই কঠিন হয়ে গেছে। পেটে খাবার না থাকলে, রঙিন পোশাক হাসি ফোটাতে পারেনা। সেজন্য ঈদের জামার বদলে এবার সংগঠনটি সিদ্ধান্ত নিয়েছে অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের।
“মহান সৃষ্টিকর্তার পক্ষ থেকে এই রিজিক আপনার জন্য, আমরা শুধু উপহার হিসেবে আপনার কাছে পৌঁছে দিলাম।” এই স্লোগানে- গতকাল (১৭ মে রবিবার) ৭৩টি পরিবারের কাছে ঈদ উপহার সামগ্রী পৌছে দেয়া হয়।
সংগঠনের স্বেচ্ছাসেবীরা জানান গত চার বছর ধরে অসহায় মানুষদের পাশে তারা দাড়াচ্ছেন। এই ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখবেন বলে জানান তারা।
Great Job ❤
শুভকামনা এবং দোয়া রইল ❤।