ঈশ্বরদী – পাবনা মহাসড়কে ব্যাতিক্রমধর্মী অভিযান শুরু করেছে পাকশী হাইওয়ে থানা পুলিশ।
দুর্ঘটনায় মৃত্যুর হার কমানোর লক্ষ্যে মোটরসাইকেল চালাতে হেলমেট আবশ্যকতায় এ উদ্যোগ নেওয়া হয়।
শনিবার (১৩ই ডিসেম্বর) সকাল ১১টা থেকে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ট্রাফিক মোড় এলাকায় ঘন্টাব্যাপী এ অভিযান চালায় পাকশী হাইওয়ে থানা পুলিশ।
অভিযানে প্রায় শতাধিক মোটরসাইকেল আটক করে এবং প্রত্যেককে হেলমেট পরিয়েই ছেড়ে দিয়েছে।
যাদের হেলমেট বাড়িতে রয়েছে তাদের আটক রাখা হয়। পরে বাড়ি থেকে হেলমেট এনেই তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
ওসময় হাইওয়ে পুলিশ যাদের হেলমেট নেই তাদের একটি করে হেলমেট ক্রয় করান। হাইওয়ে পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারণ লোকজন।
এ ব্যাপারে পাকশী হাইওয়ে থানার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, মহাসড়কের আমার আওতাধীন এলাকায় হেলমেট ছাড়া কোন মোটরসাইকেল চলবে না।
মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের হার কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযানকালে আরো উপস্থিত ছিলেন ,পাকশী হাইওয়ে থানার সার্জেন্ট ফিরোজ হোসাইন. এ এস আই মাসুদ রানা সহ পুলিশ সদস্যরা।
Leave a Reply