পাবনার ঈশ্বরদীতে মসজিদ সংস্কার ও রাস্তা উদ্বোধন করলেন জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস।পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার তিনবারের জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস উপজেলার দুটি ইউনিয়নে রাস্তা উদ্বোধন ও মসজিদ সংস্কার তথা উন্নয়নমূলক কাজে অংশ নেন।
আজ শনিবার (৬ জুন ২০২০) দাশুরিয়া ইউনিয়নের শামিলপুরে সাবেক চেয়ারম্যান তোরাব আলীর বাড়ি সংলগ্ন রাস্তা উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস।
এই সময় উপস্থিত ছিলেন দাশুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দাশুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বকুল সরদার, ঈশ্বরদী উপজেলা পরিষদের ইঞ্জিনিয়ার আনামূল কবির , দাশুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তোরাব চাচা, ঈশ্বরদী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জামসেদ আলী চাচা প্রমূখ ।
এছাড়া ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান একই দিনে উপজেলার মুলাডুলি ইউনিয়নের পতিরাজপুর গ্রামের জামে মসজিদের সংস্করণ ও টাইলস লাগানো উদ্বোধন করেন।এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ‘নুরুজ্জামান বিশ্বাস’ জানান
মহামারি করোনা ভাইরাস সংক্রমণের মাঝেও জননেত্রী ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে তিনি বদ্ধপরিকর।
Leave a Reply