ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুল হাসান রনি সদ্য প্রয়াত ভূমি মন্ত্রী ও পাবনা জেলা আওয়ামীলীগের সভাপতি শামসুর রহমান শরীফ ডিলুর আত্মার মাগফেরাত কামনা করেছেন।
সেই সাথে উপজেলা ছাত্রলীগ পরিবারের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনির ‘বাংলাদেশ সারাবেলা’ এর মাধ্যমে ভিডিও বার্তায় এসব জানান।এসময় তিনি করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সম্মিলিত ভাবে কাজ করার কথা উল্লেখ করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত কে মজবুত করতে এবং সরকারি নির্দেশনা মেনে করোনা পরিস্থিতি মোকাবিলায় ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগ পরিবার সর্বদা প্রস্তুত বলে তিনি জানান।তিনি আরো বলেন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সকল কে সম্মিলিত ভাবে কাজ করতে হবে।সেই সাথে ঈদ উৎযাপনে সরকারি বিধিনিষেধ মেনে চলার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে এই ক্রান্তিকালীন সময়ে সবাইকে সবার পাশে থাকার অনুরোধ জানান তিনি।
একই সাথে দ্রুতই এই পরিস্থিতির উত্তরণ হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন এই উপজেলা ছাত্রলীগের শীর্ষ নেতা।
Leave a Reply