নির্বাচন কমিশনের তথ্যমতে সারাদেশে পৌর নির্বাচন শুরু হবে এই বছরের ডিসেম্বর থেকে। প্রথম শ্রেণীর পৌরসভা ‘ঈশ্বরদী পৌরসভা’ এর নির্বাচন হতে পারে প্রথম ধাপেই অর্থাৎ ডিসেম্বরে। নির্বাচন নিয়ে নীরব বিএনপি।তাদের কোন নেতাকর্মীকে প্রচারণায় দেখা না গেলেও আলোচনায় রয়েছেন স্থানীয় আওয়ামীলীগের তিন নেতা।তারা হলেন– বর্তমান ঈশ্বরদী পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী মালিথা ও পৌর যুবলীগের সভাপতি আআলাউদ্দিন বিপ্লব।
তবে নির্বাচন ঘনিয়ে এলে প্রার্থী সংখ্যা এর কয়েক গুণ হতে পারে বলে ধারণা স্থানীয় নেতাকর্মীদের।
নির্বাচন নিয়ে এই তিন নেতার কেউই প্রচারণা না চালালেও তাদের কর্মী সমর্থকরা চালাচ্ছেন জোর প্রচারণা।
বর্তমান পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগের সাবেক দুইবারের সভাপতি। ববর্তমানে পৌর আওয়ামীলীগের সভাপতি এই নেতার পৌরসভার বাইরেও আছে কর্মী-সমর্থক।তৃণমূল থেকে উঠে আসা একাধিকবার নির্বাচিত এই নেতাকেই তাই পৌর মেয়র হিসেবে আবারও চাচ্ছেন তার সমর্থক দলীয় নেতাকর্মীরা।সদ্য সমাপ্ত পাবনা-৪ উপনির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী এই নেতা এই আসনের আমৃত সাংসদ ও সাবেক ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর জামাতা।নিজে মনোনয়ন প্রার্থী হয়ে মনোনয়ন না পেলেও বিজয়ী আওয়ামীলীগ প্রার্থী নুরুজ্জামান বিশ্বাসের পক্ষে জোর প্রচারণায় ছিলেন তিনি।
পৌর পিতা হতে আওয়ামীলীগের মনোনয়ন চাইতে পারেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী মালিথা। ঈশ্বরদী আওয়ামীলীগের অন্যতম প্রতিষ্ঠাতা রহিম মালিথার ভাই ও স্থানীয় রাজনীতিতে ভালো প্রভাব থাকায় ইসাহাক আলী মালিথাই আওয়ামীলীগের মনোনয়ন পেতে পারেন বলে আশাবাদী তার সমর্থকেরা। সদ্য সমাপ্ত পাবনা-৪ উপনির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম লিটনের সমর্থক বলে পরিচিত ইসাহাক আলী মালিথা বিজয়ী প্রার্থী নুরুজ্জামান বিশ্বাসের আত্বীয়।নুরুজ্জামান বিশ্বাসকে বিজয়ী করতে তিনিও নেমেছিলেন জোর প্রচারণায়।
পৌর নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন চাইতে পারেন পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব। সাবেক এই ছাত্রনেতার পৌরসভার ভেতরে ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে রয়েছে ব্যাপক জনপ্রিয়তা।স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা ইতিমধ্যেই আলাউদ্দিন বিপ্লবকে পৌর মেয়রের মনোনয়ন চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন।সদ্য সমাপ্ত পাবনা-৪ উপনির্বাচনে প্রয়াত সাবেক মন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে,মনোনয়ন প্রত্যাশী গালিবুর রহমান শরীফের সমর্থক হিসেবে পরিচিত পৌর যুবলীগের সভাপতি উপনির্বাচনে বিজয়ী প্রার্থীর পক্ষে কাজ করেছেন নেতাকর্মীদের সাথে নিয়ে।
Leave a Reply