স্বাস্থ্যখাতের বিভিন্ন অনিয়ম নিয়ে বেশকিছু দিন ধরেই দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংবাদ মাধ্যম, সবক্ষেত্রেই চলছে জোর আলোচনা – সমালোচনা! বিশেষ করে সম্প্রতি সাহেদ-সাবরিনা-আরিফ কান্ডে দেশের স্বাস্থ্যখাত নিয়ে চিন্তিত হতেই হয়েছে দেশবাসীকে।ঠিক এই সময়েই নতুন করে হাসপাতালের একটি ভবন থেকে উদ্ধার হয়েছে বিদেশী মদ।
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় লুথার্যান হেলথ কেয়ার হাসপাতালের “কালবাড়ি” হাউজ থেকে আজ বিদেশী মদ উদ্ধার করা হয়েছে।
দুমকি উপজেলা নির্বাহী অফিসার ও তদন্তকারী টিমের আহ্বায়ক জনাব, শঙ্কর কুমার বিশ্বাস,
শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তদন্তকারী টিমের সদস্য জনাব আমিনুল ইসলাম সালাম এর নেতৃত্বে হাসপাতালের “কালবাড়ি” নামক ভবন থেকে আজ বিকালে বিদেশী মদ উদ্ধার করা হয়।মোট ০৫ টি বিদেশী মদের বোতল উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, গত ১৪/৭/২০২০ তারিখে পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী পটুয়াখালী জেলাধীন দুমকি লুথার্যান হেলথ কেয়ার হাসপাতালের নানা অনিয়ম এর অভিযোগ এর কারনে একটি তদন্ত কমিটি গঠন করেন। যার ধারাবাহিকতায় আজ এই তদন্ত কমিটি হাসপাতালের সরেজমিনে গিয়ে মদের বোতল উদ্ধার করে বলে জানা গিয়েছে।
Leave a Reply