একবার চিন্তা করুনতো আপনার পরিবারের কেউ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নেয়ার পরও বকেয়া পরিশোধ করতে না পারায় মায়ের কাছে ফিরতে পারছেনা।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী অন্তর শাহা। দুইটা কিডনি ডেমেজড আবস্থায়ই ভর্তি হয়েছিলেন তিন বছর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। অর্থের অভাবে চিকিৎসা নিতে পারেননি, তাই গোপন রেখেছিলেন নিজের ভয়ংকর ব্যাধির কথা। সহপাঠীরা জানলে তাদের উদ্যোগে শুরু হয় অন্তরের চিকিৎসা।
গত অক্টোবর (২০২০)থেকে চলছে নিয়মিত ডায়ালসিস, ঢাকা কিডনি ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিচার্চ ইনস্টিটিউটে চিকিৎসাধীন। কিন্তু হাসপাতালে টাকার অভাবে কিডনি ট্রান্সপ্লান্ট করতে পারছেন না। ফল স্বরুপ পরিবারের একমাত্র অবলম্বন মা ফিরিয়ে অানতে পারছেন না সন্তানকে। কিডনির ব্যাবস্থা করতে পারলেও টাকার কারনে আটকে আছে চিকিৎসা। বাঁচতে হলে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে, হাসপাতালের বকেয়া, ওষুধপত্র বাবদ আরও প্রয়োজন ৩০ থেকে ৩৫ লাখ টাকা। এত পরিমাণ অর্থ তার পরিবার কিংবা সহপাঠীদের জন্য যোগাড় করা প্রায় দুঃসাধ্য।
নিজ নিজ অবস্থান থেকে অাপনার একটু সহযোগিতাই ফিরিয়ে অানতে পারে একটি প্রাণোচ্ছল তরুণ প্রাণ।
সাহায্য পাঠানোর ঠিকানাঃ
বিকাশ,নগদঃ-
01622-676868 অথবা 01733875846
রকেটঃ 01622-6768681 অথবা 01733-8758465
জনতা ব্যাংক একাউন্ট নং-100002277 257
Leave a Reply