এদেশের বিতর্ক অঙ্গনের সর্ববৃহৎ সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফবিডি) কুষ্টিয়া জোন এর আয়োজনে প্রথম বারের মত শুরু হয়েছে এনডিএফ বিডি কুষ্টিয়া জোন ১ম ভার্চুয়াল বিতর্ক উৎসব -২০২০।
এনডিএফ বিডি ও মনে করে, করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা ও ঘরে থাকার কোন বিকল্প নেই।তাই আনুষ্ঠানিকভাবে ঘরের বাইরে প্রতিযোগিতার ব্যবস্থা গ্রহণ অনুচিত ও অসম্ভব। কুষ্টিয়া জোনভুক্ত ৬ টি জেলার মেধাবী বিতার্কিকদের অংশগ্রহণে জোন পর্যায়ে কোভিড-১৯ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও বিতর্ক শিল্পের যাত্রাকে এগিয়ে নিতে এনডিএফ বিডি কুষ্টিয়া জোন এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে।
প্রতিযোগিতায় কুষ্টিয়া জোনভুক্ত ৬ টি জেলা মেহেরপুর,চুয়াডাঙ্গা,ঝিনাইদহ, রাজবাড়ি,পাবনা,কুষ্টিয়া থেকে মোট ১২ টি বিতর্ক দল অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতা হবে সাংসদীয় ধারায় ও চ্যাম্পিয়ন এবং রানার্স আপকে করা হবে পুরষ্কৃত।
বিতর্ক উৎসবে স্পিকার হিসেবে থাকবেন বিশিষ্ট লেখক ও গবেষক সাবেক বিতার্কিক ড. আমানুর আমান।বিচারকের দায়িত্ব পালন করবেন কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ডিবেটিং ক্লাব এর মডারেটর নাদিরা খানম। ভার্চুয়াল বিতর্ক প্রতিযোগিতার হোষ্ট হিসেবে আছেন এনডিএফ বিডির সিনিয়র সংগঠক ও কুষ্টিয়া সরকারি কলেজ ডিবেটিং ক্লাব।
Leave a Reply