করোনা জ্বরে কাপছে সারাদেশ। বন্ধ হয়ে গেছে অর্থনৈতিক কার্যক্রম থেকে শিক্ষাব্যবস্থা। কিন্তু সচেতন হতে পারে নি এদেশের প্রান্তিক জনগণ তথা সংখ্যাগরিষ্ঠ অংশ। ভুল তথ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাব। গুজব আর তথ্য বিভ্রাটে মানুষ সচেতন হওয়ার পরিবর্তে আতঙ্কিত হচ্ছে বেশি। গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীরা তৈরি করেছে দুই মিনিটের একটি সচেতনতামূলক ভিডিও।যেখানে শিক্ষার্থীরা পর্যায়ক্রমে করোনা কিভাবে ছড়ায়, লক্ষণ ও প্রতিরোধের কারন উল্লেখ করে সবাইকে সচেতন হতে বলেছেন। উক্ত ব্যাচের মোট ৪০ জন শিক্ষার্থী কোভিড-১৯ নিয়ে এই তথ্যমূলক ভিডিওতে অংশ নেয়।
এ ব্যাপারে দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী হাবিব রহমান জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যগুলো মানুষকে আতঙ্কিত করে তুলছে। এ অবস্থায় সবাইকে সচেতন করতেই বিভাগের শিক্ষকদের অনুপ্রেরণায় এই তথ্যমূলক ভিডিওটি তৈরি করেছেন তারা ।
Leave a Reply