খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগ। শুক্রবার সকাল ১০টায় পানছড়ি উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ মংসুইপ্রু চৌধুরী’র নিজ বাস ভবনে গিয়ে নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বিনিময়কালে পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জয়নাথ দেব, সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, প্রচার ও প্রকাশনা সম্পাদক উৎপল চৌধুরী (উজ্জল), সাংগঠনিক সম্পাদক মো: মোমিন, যুবলীগের সাধারণ সম্পাদক মো: নাজির হোসেন,বাংলাদেশ সারাবেলা’র খাগড়াছড়ি জেলার বিশেষ প্রতিনিধি অংগ্য ত্রিপুরা সহ পানছড়ি উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী বলেন, আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক। তাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই। জেলা পরিষদকে একে অপরের পরিপুরক হিসেবে এবং সকলের ঐক্যমতের ভিত্তিতে উন্নয়নের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করতে চাই। এজন্য সকলের সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই। সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা নিয়ে সততা ও নিষ্ঠার মাধ্যমে জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত করতে চাই। খাগড়াছড়িবাসীর নায্য অধিকার ও জেলার উন্নয়নে কাজ করাই হল আমাদের আসল লক্ষ্য।
তিনি জননেত্রী শেখ হাসিনা ও খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
Leave a Reply