গত ১৭ই মার্চ থেকে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। এরমধ্যে বিশ্ববিদ্যালয় খোলার দাবি নিয়ে ফেইসবুকে সরব হয় “স্বাস্থ্যবিধি মেনে সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয় খোলা চাই” নামক ফেইসবুক গ্রুপ। এর বিপরীতে পাল্টা গ্রুপ খুলে ফেইসবুকে সরব হয় আরেক গ্রুপ “করোনার মধ্যে ভার্সিটি খোলা দমন কমিটি” ।তাদের দাবি বিশ্ববিদ্যালয় খোলা হোক,তবে তা করোনার সমস্যা সমাধানের পর।
এরপর চলে গেছে অনেক সময়।গত বছরের সেপ্টেম্বর মাস পেরিয়ে চলে এসেছে নতুন বছর। বিশ্ববিদ্যালয় খুলতে চাওয়া ফেইসবুক গ্রুপ হয়ে গিয়েছে নেটফ্লিক্স এর বাংলাদেশী কম্যুনিটি গ্রুপ।কিন্তু বিশ্ববিদ্যালয় আর খুলে নি।
এদিকে বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার দাবিতে সরব হওয়া ব্যাক্তিদের “খোলা কোম্পানি ” উপাধি দিয়ে নিয়মিতই সরগরম করে রাখে করোনায় বিশ্ববিদ্যালয় বন্ধের দাবিতে থাকা শিক্ষার্থীরা। সেই খোলা কোম্পানি হঠাৎই আশার আলো দেখে শিক্ষা মন্ত্রণালয়ের একটি ঘোষণায়।
আগামী ৪ই ফেব্রুয়ারি স্কুল-কলেজ পরিষ্কারের পাশাপাশি বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার গুজব ছড়ালে উৎফুল্ল হয়ে উঠে তারা।রীতিমতো ভার্চুয়াল যুদ্ধ চলতে থাকে দুই গ্রুপের মধ্যেই।
তবে সেই আশা টিকে নি বেশি দিনের জন্য।
কারণ কোভিড-১৯ মহামারির কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের (কওমি ছাড়া) চলমান ছুটি ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত আবারও বৃদ্ধি করা হয়েছে।
আজ শুক্রবার (২৯ জানুয়ারি) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্তের কথা জানান।
Leave a Reply