পাবনা জেলার ঈশ্বরদীতে চিকিৎসকদের সুরক্ষার জন্য সুরক্ষা সামগ্রী দিয়েছেন ঈশ্বরদীর আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান স্বপন।
আজ (২৯ জুলাই) ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা সুরক্ষা সামগ্রী দেন মোঃ মিজানুর রহমান স্বপন।
বৈশ্বিক মহামারী করোনা মোকাবেলায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসকদের সুরক্ষার জন্য সার্জিকাল মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করেন এই নেতা। ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান স্বপন আজ বুধবার সকাল ১১ঃ৩০ মিনিটে সার্জিকাল মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তর করেন। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের পরিবার পরিকল্পনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডাঃএফ এ আসমা খানের কাছে তিনি এসব সুরক্ষা সামগ্রী প্রদান করেন।এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃশফিকুল ইসলাম শামিম ও স্যানিটারি ইন্সপেক্টর সানোয়ার হোসেন।
উল্লেখ্য পাবনা-৪ উপনির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রার্থী মিজানুর রহমান স্বপন দীর্ঘদিন ধরে ঈশ্বরদী-আটঘরিয়ায় বিভিন্ন সেবামূলক কার্যক্রমে নিজেকে নিয়োজিত রেখেছেন।
Leave a Reply