সুনামগঞ্জের জগন্নাথপুরে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী, বর্তমান মেয়র মিজানুর রশীদ ভুইয়ার সমর্থনে ৫ নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় সিলেটি বাসষ্ট্রেন্ড এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
বাবু সমরেন্দ্র দেবের সভাপতিত্বে, আওয়ামীলীগ নেতা জয়দ্বীপ সুত্রধর বিরেন্ড, সুজিত কুমার রায় ও উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি কল্যান কান্তি রায় সানীর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবীর ইমন,
জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ সভাপতি আব্দুল কাইয়ূম মশাহিদ, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, জেলা পরিষদ সদস্য মাহতাবুল হাসান সমুজ, আ. লীগ নেতা লুৎফুর রহমান, পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক, আব্দুল জব্বার, শ্রমিক লীগের আহবায়ক মোঃ নুরুল হক প্রমুখ।
সভায় বক্তারা আওয়ামীলীগ নেতা ও বর্তমান মেয়র মিজানুর রশীদ ভুইয়াকে উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে পৌরবাসীর প্রতি আহবান জানান।
Leave a Reply