জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আগামী ৫, ৬ ও ৭ ডিসেম্বর ১৯৬০ জনকে করোনা টিকার দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, এ দিনগুলোর পর ক্যাম্পাসে আর টিকা দেওয়া হবে না। এরপর বাইরে থেকে টিকা নিতে হবে। শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা টিকার এসব ডোজ পাবেন।
গত ৩১ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছিল।
যারা ক্যাম্পাসে প্রথম ডোজ টিকা নিয়েছেন তাদের পাশাপাশি যারা বাইরে থেকে প্রথম ডোজ নিলেও দ্বিতীয় ডোজ টিকা নিতে পারেন নি, তারা উক্ত তারিখগুলোতে এসে ক্যাম্পাস থেকে টিকা নিতে পারবেন।
Leave a Reply