জয়পুরহাট পৌরসভার পাঁচুরচক স্বাধীনের মোড় হয়ে ফকিরপাড়া পর্যন্ত কার্পেটিং রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে।
তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরন (সেক্টর) প্রকল্প, ইউজিআইআইপি ৩ প্রকল্পের আওতায় মঙ্গলবার(১৫ ডিসেম্বর) বিকালে জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক এই কাজের উদ্বোধন করেন। এ রাস্তা নির্মাণের ব্যয় ধরা হয়েছে ৪৩ লাখ ৫০ হাজার টাকা।
এসময় কাউন্সিলর মুশফিকুল আলম বুলু, নির্বাহী প্রকৌশলী এটিএম মোস্তাফিজুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম সৈকত, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন,জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা, উপ প্রচার সম্পাদক জাহিদ হাসান পল্লবসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
নির্মাণ কাজের উদ্বোধনকালে জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, স্থানীয় এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এই রাস্তার কাজের উদ্বোধন করা হলো। পর্যায়ক্রমে পৌরসভার সব রাস্তা পাকা করা হবে। পৌরসভার জনগণের যেন কোনভাবেই কাদার ওপর দিয়ে চলাচল করতে না হয়।
Leave a Reply