সম্প্রতি প্রকাশিত ও দেশব্যাপী বহুল আলোড়িত জাতীয় অনলাইন পত্রিকা “বাংলাদেশ সারাবেলা ” একদল অদম্য তরুণের খোঁজ করছে। দেশের বিভিন্ন স্থানে সংঘটিত অপরাধ বিষয়ে অনুসন্ধান ও সত্য উৎঘাটন করবে এই টিম অনুসন্ধান। এ জন্য ইতিমধ্যে বাংলাদেশ সারাবেলা এর বিশেষ প্রতিনিধি ‘সজল আহমেদ’কে দায়িত্ব দেয়া হয়েছে বলে জানান পত্রিকার সম্পাদক ও প্রকাশক কে.এম. ইয়ামিনুল হাসান আলিফ। তিনি আরো জানান একদল মেধাবী ও উদ্যোমী তরুণ-তরুণীর খোজ করছেন তিনি।যারা নিজেদের প্রতিভা মেলে ধরার সুযোগ পাবেন এখানে।
Leave a Reply