৪১ দিন তাকবীরে উলার সাথে নামাজ আদায় করে ১৮টি বাইসাইকেল পুরুষ্কার পেলো যুবকরা।
পটুয়াখালীর দুমকির আংগারিয়া বাজার জামে মসজিদ, দুমকী,কর্তৃক আয়োজিত ৪১ দিন ব্যাপী তাকবীরে উলার সাথে নামাজ আদায় কারিদের জন্য উৎসাহমূলক পুরস্কার বিতরনী ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।আয়োজকরা জানান কিশোর-যুবক ও বয়স্করা যাতে অযথা চায়ের দোকানে আড্ডা দেয়া থেকে বিরত থেকে ভালো কাজকর্ম করে সেই উদ্দেশ্যে আংগারিয়া বাজার মসজিদ কমিটি কিছু নাম নিবন্ধন করে সেখান থেকে যারা টানা-৪১ দিন তাকবীরে উলার সাথে নামাজ আদায় করছে এমন ১৮ জনকে উৎসাহমূলক বাইসাইকেল দেয়া হয় এদের বয়স ৭ থেকে ২৫ বছরের মধ্যে, এছাড়াও আরো ৩১ জন মুরুব্বীদের জায়নামাজ টুপি ও ধর্মীও বই উপহার দেয়া হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ গাজী আব্দুল বারি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – আলহাজ্ব হযরত মাওলানা মোঃ মজিদ, সভাপতি, জমিয়াতে হিযবুল্লাহ, দুমকী উপজেলা। আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা মোঃ খলিলুর রহমান, পীর সাহেব আংগারিয়া দরবার শরীফ, আলহাজ্ব হযরত মাওলানা মোঃ ইউনুস, সন্মানিত খতিব আংগারিয়া বাজার জামে মসজিদ,মাওঃ মোঃ নেছার উদ্দিন প্রভাষক দুমকি ফাজিল মাদ্রাসা,মোঃ শফিকুল ইসলাম জাহিদ,রাজন সহ আংগারিয়ার গন্যমান্য বাক্তিবর্গ।
উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মোঃ ফজলুল রহমান।
Leave a Reply