রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৬:৪৭ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন জমি বিক্রি করে ছেলের চিকিৎসা, পাশে দাঁড়ালেন তারেক রহমান বর্ষা বন্দনা: প্রকৃতি এবং জনজীবন কয়রার মহারাজপুরে ভিডব্লিউবি সঞ্চয় নিয়ে গুজব, চক্রান্তের মুখে চেয়ারম্যান মাহমুদ

নীল স্বপ্ন

সাহিত্য ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৪৩৫ ০০০ বার

নীল স্বপ্ন

 

আমাকে একটা শাড়ি কিনে দেবে!
“নীল শাড়ি “?
আর তার সাথে ম্যাচীং করা ব্লাউজ আর পেটিকোট?

জানো, খুব ইচ্ছে করে একদিন আমি তোমার জন্য সাজবো,
শুধুই তোমার জন্য।

হাত ভর্তি এক রাশ নীল রেশমী চুড়ি পড়বো,
ঠিক ওগুলো পড়বো নাহ্ যা তুমি সেদিন আমাকে দিলে।
চাই আমি, নতুন করে আমার জন্য নিজ হাতে বাছাই করে নীল চুড়ি নিয়ে আসো।
যেনো আমি চুড়ির ঝনঝন শব্দে তোমাকে মাতিয়ে রাখতে পারি।

চুল ছেড়ে আসবো সেদিন।
কোঁকড়া চুলে নাকি আমায় পাগলের মত লাগে?
কত বার সে কথা শুনেছি তোমার মুখে, তার কোন হিসেব আমি ঠিক দিতে পারবো নাহ্।
তবুও কেন জানি আমি পাগলের মত থাকতে চাই,
হয়ত বা চাই, তুমি একটুখানি হাত বোলাও আমার চুলে।
অথবা….
নাহ্ থাক আজ না হয় নাই বা বলি, সে কথা না হয় অন্য সময় আদায় করে নিও?
নীলিমার মত একটা ছোট্ট নীল টিপ পরবো সেদিন ।
তোমার দৃষ্টিকে আরো গভীরতা দিতে চোখে দেব হালকা কাজল।
শুনেছি কাজলে নাকি মায়াবতী কে আরো মহিনী লাগে?
তুমি অবশ্য আমাকে কখনো মায়াবী বলোনি,
বলোনি কখনো, “বাহ্ আজ তো তোমায় বেশ লাগছে। ”
চাঁদ আর গোলাপের সাথেও কখনও উপমা দাওনি,
প্রকৃতিতে থাকা আর পাঁচটা সুন্দরের সাথেও কখনও আমার সৌন্দর্যের তুলনা তুমি করোনি।

হয়তো বা কিছু খুঁজেই পাওনি, নাকি খুঁজতে চাওনি?
এমন মোটামুটি দেখতে মেয়েটাকে কোন কিছু দিয়ে হয়তো বা বর্ণনাই করা যায় না।

অনেক স্বাধ আমার এক জোড়া দুল পড়বো,
“ঝুমকো”।
আমার কান বেয়ে দুলটা গলাতে এসে বারবার স্পর্শ করবে।
আমিও বারবার চুল সরিয়ে দুলটাকে উন্মুক্ত করে দেব,
ইচ্ছে করে।
যেন সে তোমার চোখে পড়ে।
তুমি যেন একটা বার দুলটা ছুঁয়ে দেখতে চাও,
চাও তুমি তাকে স্থির রাখতে।
আমি চাই, জানো তো আমি আজো খুব করে চাই।

আজো আমি মনে মনে ভাবি,
তুমি আমার জন্য একগুচ্ছ বেলি ফুলের মালা নিয়ে আসবে,
শুধু আমার চুলে পরাবে বলে।
শুধু তার ঘ্রাণ নিতে পারবে বলে।

আর আমাকে তাক লাগিয়ে পকেটে লুকিয়ে রাখা একটা নুপুর?
হ্যাঁ, ঠিক ধরেছো।
একটা নুপুর
চাই তোমার সমস্ত ভালবাসা দিয়ে আমার পায়ে নুপুর পরাও।
হুম , একটা নুপুর ।
বাকিটা না হয় তোমার কাছেই থেকে যাক, স্মৃতি হয়ে।

 

লেখকঃ তাছলিমা রুপ পুতুল, 
ফার্মেসি বিভাগ,
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..