বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:৩২ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
আটঘরিয়ার একাডেমিক সুপারভাইজারের বিদায় সংবর্ধনা চকরিয়ায় মহাসড়কে ব্যারিকেড দিয়ে গণ-ডাকাতি, গুলি বিনিময়, পুলিশসহ গুলিবিদ্ধ ২ পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ঝিনাইগাতী’র সভাপতি নাজমুল, সম্পাদক জিম পাথেয় এর সভাপতি মামুন, সম্পাদক শারীফুল ইসলাম “পহেলা বৈশাখ ও সাম্প্রদায়িক বিতর্ক “ ঈশ্বরদীর নওদাপাড়ায় ৪র্থ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ঈদের শুভেচ্ছা জানালো রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সহস্রাধিক সাইটেশনের মাইলফলক স্পর্শ করলেন রবীন্দ্র উপাচার্য  ইদের পরেই বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি হবে: শেখ ইনান প্রথম বর্ষে ভর্তিপরীক্ষা বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমন্বয় সভা অনুষ্ঠিত মৌলবাদ জঙ্গিবাদ মূলোৎপাটন ও বুয়েটে ছাত্র রাজনীতির দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর যবিপ্রবিতে পিএইচডি সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সুশাসনের নিমিত্ত অংশীজনের সভা অনুষ্ঠিত  যশোরে সমরাস্ত্র প্রদর্শনীতে যবিপ্রবির শিক্ষার্থীরা সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের ‘মিশন গ্রিন বাংলাদেশ’ ডিআইইউ’র ১০ শিক্ষার্থী বহিষ্কারের প্রতিবাদে নোবিপ্রবিতে মানববন্ধন  স্বাধীনতা দিবসে ইবির খালেদা জিয়া হলে আলোচনা সভা ও দোয়া   রবির কুড়িগ্রাম জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতির দায়িত্বে জ্বীম-মনির নানা আনুষ্ঠানিকতায় যবিপ্রবিতে মহান স্বাধীনতা দিবস উদযাপিত রবির বগুড়া জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতির দায়িত্বে সোয়েব-সমুদ্র রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন  স্বাধীনতাকে নিয়ে ববি শিক্ষার্থীদের ভাবনা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের হলগার্ডকে স্থানীয় যুবকের মারধর  ববিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নীল স্বপ্ন

সাহিত্য ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৭৮৫ ০০০ বার

নীল স্বপ্ন

 

আমাকে একটা শাড়ি কিনে দেবে!
“নীল শাড়ি “?
আর তার সাথে ম্যাচীং করা ব্লাউজ আর পেটিকোট?

জানো, খুব ইচ্ছে করে একদিন আমি তোমার জন্য সাজবো,
শুধুই তোমার জন্য।

হাত ভর্তি এক রাশ নীল রেশমী চুড়ি পড়বো,
ঠিক ওগুলো পড়বো নাহ্ যা তুমি সেদিন আমাকে দিলে।
চাই আমি, নতুন করে আমার জন্য নিজ হাতে বাছাই করে নীল চুড়ি নিয়ে আসো।
যেনো আমি চুড়ির ঝনঝন শব্দে তোমাকে মাতিয়ে রাখতে পারি।

চুল ছেড়ে আসবো সেদিন।
কোঁকড়া চুলে নাকি আমায় পাগলের মত লাগে?
কত বার সে কথা শুনেছি তোমার মুখে, তার কোন হিসেব আমি ঠিক দিতে পারবো নাহ্।
তবুও কেন জানি আমি পাগলের মত থাকতে চাই,
হয়ত বা চাই, তুমি একটুখানি হাত বোলাও আমার চুলে।
অথবা….
নাহ্ থাক আজ না হয় নাই বা বলি, সে কথা না হয় অন্য সময় আদায় করে নিও?
নীলিমার মত একটা ছোট্ট নীল টিপ পরবো সেদিন ।
তোমার দৃষ্টিকে আরো গভীরতা দিতে চোখে দেব হালকা কাজল।
শুনেছি কাজলে নাকি মায়াবতী কে আরো মহিনী লাগে?
তুমি অবশ্য আমাকে কখনো মায়াবী বলোনি,
বলোনি কখনো, “বাহ্ আজ তো তোমায় বেশ লাগছে। ”
চাঁদ আর গোলাপের সাথেও কখনও উপমা দাওনি,
প্রকৃতিতে থাকা আর পাঁচটা সুন্দরের সাথেও কখনও আমার সৌন্দর্যের তুলনা তুমি করোনি।

হয়তো বা কিছু খুঁজেই পাওনি, নাকি খুঁজতে চাওনি?
এমন মোটামুটি দেখতে মেয়েটাকে কোন কিছু দিয়ে হয়তো বা বর্ণনাই করা যায় না।

অনেক স্বাধ আমার এক জোড়া দুল পড়বো,
“ঝুমকো”।
আমার কান বেয়ে দুলটা গলাতে এসে বারবার স্পর্শ করবে।
আমিও বারবার চুল সরিয়ে দুলটাকে উন্মুক্ত করে দেব,
ইচ্ছে করে।
যেন সে তোমার চোখে পড়ে।
তুমি যেন একটা বার দুলটা ছুঁয়ে দেখতে চাও,
চাও তুমি তাকে স্থির রাখতে।
আমি চাই, জানো তো আমি আজো খুব করে চাই।

আজো আমি মনে মনে ভাবি,
তুমি আমার জন্য একগুচ্ছ বেলি ফুলের মালা নিয়ে আসবে,
শুধু আমার চুলে পরাবে বলে।
শুধু তার ঘ্রাণ নিতে পারবে বলে।

আর আমাকে তাক লাগিয়ে পকেটে লুকিয়ে রাখা একটা নুপুর?
হ্যাঁ, ঠিক ধরেছো।
একটা নুপুর
চাই তোমার সমস্ত ভালবাসা দিয়ে আমার পায়ে নুপুর পরাও।
হুম , একটা নুপুর ।
বাকিটা না হয় তোমার কাছেই থেকে যাক, স্মৃতি হয়ে।

 

লেখকঃ তাছলিমা রুপ পুতুল, 
ফার্মেসি বিভাগ,
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..