মহান বিজয় দিবস, ২০২০ উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে আজ ডিসি স্কয়ারে স্বাস্থ্যবিধি মেনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী বিজয় দিবস উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। পরবর্তীতে আমন্ত্রিত অতিথিবৃন্দ ফেস্টুন সম্বলিত বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন করেন।
এরপর পটুয়াখালী জেলার বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয় এবং বিজয় দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠান শেষে মাতব্বর বাড়ি গণকবর, ডিসি বাংলো সংলগ্ন গণকবর, পুরাতন জেলখানার অভ্যন্তরস্থ গণকবর এবং জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, পটুয়াখালীতে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
Leave a Reply