পটুয়াখালীতে প্রাণ – আরএফএল গ্রুপের বেকারী ব্রান্ড অলটাইম এর পক্ষ থেকে ৪০০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ।
মঙ্গলবার এ্যাড. কাজী আবুল কাশেম স্টেডিয়ামে প্রাণ-আরএফএল গ্রুপের বেকারি ব্র্যান্ড ‘অলটাইম’ এর পক্ষ থেকে ৪০০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিউদ্দিন আহম্মেদ, মেয়র, পটুয়াখালী পৌরসভা, লতিফা জান্নাতী, উপজেলা নির্বাহী অফিসার, পটুয়খালী সদর; আ.ন.ম আমিনুল হক মামুন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত), জেলা ক্রীড়া সংস্থা, পটুয়াখালী; অলটাইম এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্বেচ্ছাসেবকবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শীতার্তদের মাঝে কম্বল বিতরণের জন্য আলটাইম ব্র্যান্ড ও এর সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। একই সাথে সমাজের বিত্তবানদেরকেও মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।
Leave a Reply