জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ তৎকালীন পাকিস্তানের আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেছিলেন। জাতির পিতার জন্য এটা ছিল রাজনীতির বাইরে প্রথম কোনো প্রতিষ্ঠানে চাকরি করা। দিনটিকে স্মরণীয় করে রাখতে জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে জাতীয় বীমা দিবস-২০২১ পালিত হচ্ছে। ‘মুজিববর্ষের অঙ্গীকার, বীমা হোক সবার’ প্রতিপাদ্যে দিবসটি উপলক্ষে আজ পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিগণ, বীমা সংস্থার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, এনজিও প্রতিনিধিগন সহ অন্যান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হুমায়ুন কবির।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন বীমা মানুষের সম্পত্তির ক্ষয়ক্ষতিতে নিরাপত্তা দেয় এবং তহবিল সৃষ্টিতেও সহযোগিতা করে। ধনী-দরিদ্র সবার জন্য বীমা খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি সমাজের সকল স্তরের মানুষকে বীমার সাথে সম্পৃক্ত হওয়ার আহবান জানান।
অনুষ্ঠানে বীমা দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
Leave a Reply