‘বঙ্গন্ধুর আদর্শকে বুকে ধারণ করে ও বর্তমান প্রজন্মের সঠিক মন্তব্য পৌছে দিতে’ নব গঠিত সংগঠন বঙ্গবন্ধু আদর্শ ঐক্য পরিষদের বাউফল উপজেলা শাখার কমিটির সভাপতি হলেন আরিফ হোসেন এবং সাধারন সম্পাদক তাসফির ইসলাম ইমরান।
বঙ্গবন্ধু আদর্শ ঐক্য পরিষদের পটুয়াখালী জেলার সভাপতি মোঃ জাকারিয়া হোসেন ও সাধারন সম্পাদক মাসুদ রানার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বাউফল উপজেলা শাখার সভাপতি আরিফ হোসেন এবং সাধারন সম্পাদক তাসফির ইসলাম ইমরানের নাম ঘোষনা করেন।
সংগঠনের পটুয়াখালী জেলার সাধারন সম্পাদক মোঃ মাসুদ রানা জানান বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার উন্নয়নকে জনসাধারণের কাছে তুলে ধরা ও বিভিন্ন সামাজিক কাজ কর্মে এ সংগঠন সক্রিয়ভাবে কাজ করবে।
সংগঠনের জেলা শাখার সভাপতি জাকারিয়া জানান, সচেতন নাগরিক তৈরিতে সবাইকে সংগঠনের পাশে এগিয়ে আসতে হবে।
বাউফল উপজেলা সভাপতি আরিফ ও সাধারন সম্পাদক তাসফির ইসলাম ইমরানের প্রসঙ্গে মাসুদ রানা বলেন , “আরিফ ও ইমরান তারা দুজনে বঙ্গবন্ধুর আদর্শের রাজনিতিবিদ বর্তমান প্রজন্মের। সামাজিক যোগাযোগের মাধ্যামে তাদের অনেক সুষ্ঠ বিচরণ রয়েছে। আমি আশা করি সে সংগঠনকে শ্রদ্ধার সহিত সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে।তাই তাদের বাউফল উপজেলা শাখার সভাপতি ও সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত করেছি।”
অত্র সংগঠনের বাউফল উপজেলা সভাপতি আরিফ বলেন, “বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে সংগঠনকে এগিয়ে নিয়ে যাব। এটাই আমার কামনা।”
Leave a Reply