পটুয়াখালী জেলার বিচ্ছিন্ন উপজেলা রাঙ্গাবালীর নৌ-রুটে যোগাযোগ সহজিকরণের লক্ষ্যে ফেরির প্রস্তাব দিয়েছে জেলা প্রশাসক।
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা-২০২০ উপলক্ষে ফেরী সার্ভিস চালু ও দেশের বিভিন্ন নৌপথে স্টিমার, লঞ্চসহ জলযানসমূহ সুষ্ঠুভাবে চলাচল, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ যথাযথ কর্মপন্থা গ্রহণের লক্ষ্যে এক ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপির সভাপতিত্বে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।
ভিডিও কনফারেন্সে নৌপরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন বিভাগীয় কমিশনারবৃন্দ সহ দেশের প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাবৃন্দ এবং জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।
কনফারেন্সে পটুয়াখালী জেলার হয়ে যুক্ত ছিলেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী এবং পটুয়াখালী পোর্ট অফিসার।
সভায় জেলা প্রশাসক পটুয়াখালী জেলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ভাসমান কোয়ারেন্টাইন ইউনিট স্থাপনের বিষয়টি তুলে ধরেন।
বন্দরের বাইরে লঞ্চের টিকিট ক্রয়ের ব্যবস্থাসহ গৃহীত বিভিন্ন কার্যক্রমের বিষয়ও তুলে ধরেন পটুয়াখালী জেলা প্রশাসক।
একই সাথে তিনি পটুয়াখালী জেলার দূরবর্তী এবং বিচ্ছিন্ন উপজেলা রাঙ্গাবলীর যাতায়াত ব্যবস্থা সহজিকরণের জন্য প্রস্তাব করেন। এ লক্ষ্যে অত্র নৌরুটে ফেরী সার্ভিস চালু করার প্রস্তাব করেন পটুয়াখালী জেলা প্রশাসক।
Leave a Reply