মুসলিম উম্মাহর বরকতময় মাস, পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনন্দিন ভোজ্য পন্যের দাম নির্ধারন করার জন্য গত ২১শে এপ্রিল এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জেলার বিভিন্ন ব্যবসায়ী উপস্থিত ছিলেন। সবার সম্মতিক্রমে এক মূল্য তালিকা জেলা প্রশাসকের ওয়েবসাইট ও ফেইসবুক পেইজে প্রকাশিত করেন জেলা প্রশাসন। জরুরী বৈঠকে নির্ধারিত ঐ মূল্য তালিকা জেলার সর্বত্র ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। জেলার সকল উপজেলায় উক্ত তালিকায় উল্লেখিত মুল্য অনুসারে পণ্য ক্রয়-বিক্রয় হচ্ছে বলে সাংবাদিকদের জানানো হয়েছে।
এছাড়াও, পবিত্র রমজান মাস উপলক্ষে রাস্তা-ঘাটে, ফুটপাতে ইফতার বিক্রির নামে অস্থায়ী কোনো হোটেল দেওয়া যাবে না। শুধুমাত্র অনুমোদিত হোটেল বা রেস্তোরাগুলো ৩ ঘটিকার মধ্যে তাদের দোকান বন্ধ করতে বলা হয়েছে। এই নির্দেশনা অমান্যকারী প্রতিষ্ঠান বা ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে এক বিবৃতিতে সাংবাদিকদের জানানো হয়েছে।
Leave a Reply