সচিবালয়ে পাঁচ ঘণ্টারও বেশি সময় আটকে রাখার পর প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে সোমবার (১৭ মে) বিকেল সাড়ে তিনটায় রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনের জন্য সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। তাঁকে সেখানে একটি কক্ষে আটকে রাখা হয় এবং তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। এক পর্যায়ে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, রোজিনা ইসলামকে আটকে রাখার খবর পেয়ে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই ভবনে যান। কিন্তু দীর্ঘ সময় ধরে রোজিনাকে আটকে রাখার কারণ সম্পর্কে গণমাধ্যমকর্মীরা জানতে চাইলেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা কিছুই জানাননি।
শেষ খবর পাওয়া পর্যন্ত কয়েকশত সাংবাদিক সচিবালয়ের বাইরে জড়ো হয়ে রোজিনা ইসলামকে হেনস্তা, অপরাধীদের শাস্তি ও সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রাখার প্রতিবাদ করে যাচ্ছেন।
Leave a Reply