বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করেছে পানছড়ি উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ উপলক্ষ্যে মঙ্গলবার বিকাল ০৪টায় উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও দেশের কল্যান কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
পরে, দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে পানছড়ির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে আনুষ্ঠানিকভাবে কেক কাটা হয় এবং মানসিক প্রতিবন্ধীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এছাড়া প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে সারা দেশের ন্যায় পানছড়িতেও গণটিকা প্রদান কর্মসূচী পালন করা হয়।
পানছড়ি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন অনুষ্ঠানে পানছড়ির বিভিন্ন স্থান থেকে কয়েক শত নেতা-কর্মী ও সুধীজন অংশ নেয়।
Leave a Reply