পার্বত্য খাগড়াছড়ির পানছড়িতে কাজল খন্দকার (৫০) নামের একজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কাজল খন্দকার উপজেলার ০৩ নং পানছড়ি সদর ইউনিয়নের হাসান নগর গ্রামের আবু সুফি খন্দকারের ছেলে।
সোমবার (১৮ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিজ ঘরের সিলিংয়ের সাথে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি।
এ ব্যাপারে পানছড়ি থানার ওসি মোহাম্মদ দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ময়না তদন্তের জন্য লাশটি উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় অত্র থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে, ময়না তদন্তের পরে আত্মহত্যার কারণ জানা যাবে।
Leave a Reply