খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু বিজয় কুমার দেব এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাবু উত্তম কুমার দেব এর মাতা “রানী প্রভা দেব” এর মহাপ্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন পানছড়ি উপজেলাবাসীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
পানছড়ির বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উনার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
মঙ্গলবার (৪’ আগস্ট) রাত ১২:৩০ মিনিট এর সময় নিজ বাড়ি পানছড়িতে তার মৃত্যু হয়। সকাল ০৭ টার সময় দাহ ক্রিয়া সম্পন্নের জন্য তাকে দেশের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে আনা হয় এবং সকাল ১১ টার সময় স্বামীর শ্মশানের পাশে তার দাহ ক্রিয়া অনুষ্ঠিত হয়।
দাহ ক্রিয়ায় তার পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী, আওয়ামী লীগের স্বল্প সংখ্যক নেতাকর্মী সহ এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তি অংশগ্রহণ করেন।
এছাড়া দাহ ক্রিয়ায় প্রচুর মানুষ অংশগ্রহণ করতে চাইলেও করোনা প্রাদুর্ভাব এড়াতে দাহ ক্রিয়ার স্থানে না যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়।
মৃত্যুকালে তিনি ৩ (তিন) ছেলে, নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রানী প্রভা দেব দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে রানী প্রভা দেব এর বয়স হয়েছিল ৭০ বছর।
Leave a Reply