শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:০২ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
পাথেয় এর সভাপতি মামুন, সম্পাদক শারীফুল ইসলাম “পহেলা বৈশাখ ও সাম্প্রদায়িক বিতর্ক “ ঈশ্বরদীর নওদাপাড়ায় ৪র্থ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ঈদের শুভেচ্ছা জানালো রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সহস্রাধিক সাইটেশনের মাইলফলক স্পর্শ করলেন রবীন্দ্র উপাচার্য  ইদের পরেই বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি হবে: শেখ ইনান প্রথম বর্ষে ভর্তিপরীক্ষা বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমন্বয় সভা অনুষ্ঠিত মৌলবাদ জঙ্গিবাদ মূলোৎপাটন ও বুয়েটে ছাত্র রাজনীতির দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর যবিপ্রবিতে পিএইচডি সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সুশাসনের নিমিত্ত অংশীজনের সভা অনুষ্ঠিত  যশোরে সমরাস্ত্র প্রদর্শনীতে যবিপ্রবির শিক্ষার্থীরা সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের ‘মিশন গ্রিন বাংলাদেশ’ ডিআইইউ’র ১০ শিক্ষার্থী বহিষ্কারের প্রতিবাদে নোবিপ্রবিতে মানববন্ধন  স্বাধীনতা দিবসে ইবির খালেদা জিয়া হলে আলোচনা সভা ও দোয়া   রবির কুড়িগ্রাম জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতির দায়িত্বে জ্বীম-মনির নানা আনুষ্ঠানিকতায় যবিপ্রবিতে মহান স্বাধীনতা দিবস উদযাপিত রবির বগুড়া জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতির দায়িত্বে সোয়েব-সমুদ্র রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন  স্বাধীনতাকে নিয়ে ববি শিক্ষার্থীদের ভাবনা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের হলগার্ডকে স্থানীয় যুবকের মারধর  ববিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত চকরিয়ার মালুমঘাটে ইফতারের পূর্বে যুবককে তুলে নিয়ে ছুরিকাঘাতে হত্যা যবিপ্রবির তীর্থ কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়া এসোসিয়েশনের দোয়া মাহফিল ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত 

পাবিপ্রবিতে রসায়ন বিভাগের ক্যারিয়ার এবং উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

দূর্জয় কর্মকার, পাবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ১৬৭ ০০০ বার

শিক্ষার্থীদের ক্যারিয়ার এবং উচ্চ শিক্ষা বিষয়ে গাইডলাইন প্রদানের লক্ষ্যে আজ মঙ্গলাবার (৯ই নভেম্বর) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ক্যারিয়ার এবং উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটি আয়োজন করে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ। সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এবং মলিকুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মোস্তফা কামাল মাসুদ।

 

দুপুর ১২টায় রসায়ন বিভাগের চেয়ারম্যান মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে শুরু হওয়া এই সেমিনারে প্রধান আলোচক ড. মোস্তফা কামাল মাসুদ দেশে রসায়নের বিভিন্ন সরকারি ও বেসরকারি সেক্টরে চাকরি, শিক্ষকতা পেশায় রসায়ন, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ এবং দেশে ও দেশের বাইরে উচ্চতর শিক্ষার উপর গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পাশাপাশি উক্ত জায়গাগুলোতে কাজ করার জন্য কীভাবে এগিয়ে যেতে হবে সে বিষয়ে তিনি দিকনির্দেশনা দেন।

 

সেমিনার বিষয়ে জানতে চাইলে রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ফারুক আহমেদ জানান- “ করোনা মহামারীতে ছাত্রছাত্রীরা মানসিক ভাবে ভেঙে পড়েছিলো। বিশ্ববিদ্যালয় খোলার পর ছাত্রছাত্রীদের তাদের ক্যারিয়ার ও উচ্চতর শিক্ষা নিয়ে গাইডলাইন দেওয়ার লক্ষ্যে আমাদের এই সেমিনারের আয়োজন। ”

 

সেমিনার শেষে চতুর্থ বর্ষের শিক্ষার্থী রক্তিম তানভীর নামে এক শিক্ষার্থী বলেন – ” সেমিনারটিতে আমাদের রসায়ন বিভাগের শিক্ষার্থীদের ক্যারিয়ার এবং উচ্চশিক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। রসায়ন সম্পর্কযুক্ত চাকরি বাংলাদেশে কোন কোন বেসরকারি সেক্টরগুলো দেয় এবং সেইজন্য কি কি প্রস্তুতি নিতে হবে সেইসব বিষয়েও ধারণা পেয়েছি। ”

 

চতুর্থ বর্ষের আরেক শিক্ষার্থী প্রিতম কুন্ডু বলেন – ” সেমিনারটিতে করোনা মহামারী কাটিয়ে উঠার পর শিক্ষার্থীদের হতাশা মুক্ত হবার জন্য কার্যকর দিকনির্দেশনা দেয়া হয়েছে। উচ্চশিক্ষায় ক্যারিয়ার গঠনের জন্য গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিষয়গুলো আলোচনা করা হয়। আলোচকের ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে সবগুলো বিষয়ে ধারনা দেওয়ার কারণে আমরা বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্ট ধারনা পেয়েছি এবং আমরা আশাবাদী ভবিষ্যতে এই বিষয়গুলো আমাদের সুন্দর ক্যারিয়ার গঠনে সহায়ক হবে। ”

 

রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী দিবা প্রামাণিক বলেন – ” প্রথম থেকেই উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাবার ইচ্ছে ছিলো। কিন্তু সঠিক দিক নির্দেশনা ও সুস্পষ্ট ধারনার অভাব আর পরিশেষে করোনা দুর্যোগকালীন সময়ে আসন্ন পারিপার্শ্বিক পরিস্থিতিতে সেই ইচ্ছে তে ভাটা পরে যায়। ভবিষ্যতে কোন পথে আগানো উচিত তা নিয়ে বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। আজকের সেমিনারে ড.মোস্তফা কামাল মাসুদ স্যারের সুস্পষ্ট উপস্থাপনে আমি অনেক বিষয়ে সঠিকভাবে জানতে পেরেছি। পারিপার্শ্বিকের সাপেক্ষে নিজের স্বপ্নের ক্যারিয়ার গড়ার জন্য আজকের সেমিনারটা ভীষণ রকম কার্যকরী ছিলো আমাদের জন্য। “

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..