সড়ক দুর্ঘটনা বর্তমানে এক ইতিহাস সৃষ্টির অপেক্ষায় আছে বাংলাদেশে। দফায় দফায় আইন প্রনোয়োন করা হলেও দুর্ঘটনা কমানো যাচ্ছেনা।
আজ শনিবার (১৬ ই জানুয়ারি, ২০২১) সন্ধ্যা ৫:৩৮ মিনিটে (আনুমানিক) ফরিদপুর জেলার মধুখালি উপজিলা, মালেকা চক্ষু হাসপাতল মোড় সংলগ্ন ঢাকা থেকে আগত “হানিফ এন্টারপ্রাইজের “সাথে উল্টা দিক থেকে আসা “প্রান আর.এফ.এল.” এর ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে, এবং নিয়ন্ত্রণ হারিয়ে বাস এবং ট্রাক সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এই ঘটনাতে বাসের হেল্পার সহ ৩ জন যাত্রী এবং ট্রাক ড্রাইভার আহত হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাস হেল্পার সহ বাসের ২ জন যাত্রীর অবস্থা আশংকাজনক।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, এই রোডে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে থাকে। বেশ কিছুদিন আগেও এই জায়গায় ২ জন নিহত হয়েছে সড়ক দুর্ঘটনা তে।
পরবর্তীতে পুলিশ ও ফায়ার সার্ভিস স্থানীয় জনগনের সহযোগীতায় উদ্ধার কাজ সম্পূর্ণ করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে।
Leave a Reply