আগামীকাল ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে টেবুনিয়া জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে সারাদিন ব্যাপী সম্পূর্ণ বিনামূল্যে রোগীদের চিকিৎসাসেবা দিবে টেবুনিয়া জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। চিকিৎসাসেবা হিসেবে বিনামূল্যে রোগী দেখবেন রাজশাহী হতে আগত মেডিসিন ও নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোঃ গোলাম সরোয়ার ,এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (মেডিসিন) , রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী।
একই সাথে ১৭ই মার্চ আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে সারাদিন বিনামূল্যে শিশু রোগী দেখবেন শিশু রোগে অভিজ্ঞ- ডাক্তার মোঃ কামরুল হাসান, এমবিবিএস , পিজিটি ( শিশু)।
এ বিষয়ে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক তারেক মাহমুদ পলাশ বলেন ” স্বল্প খরচে উন্নত চিকিৎসা সেবার প্রতিশ্রুতি নিয়ে টেবুনিয়া বাজারে প্রতিষ্ঠিত হয়েছে টেবুনিয়া জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। এখানে স্বল্প খরচে আল্ট্রাসোনো, ইসিজি, এক্সরে সহ সকল ধরনের প্যাথলজি টেস্ট এর সুব্যবস্থা।আমরা আগামীকাল বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা হিসেবে বিনামূল্যে একজন সুনামধন্য ডাক্তার দ্বারা বিনামূল্যে রোগী দেখানোর ব্যবস্থা করেছি।”
Leave a Reply