‘জাতির পিতার সম্মান,রাখবো মোরা অম্লান’ এই শ্লোগানে জয়পুরহাটে প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ও সদর উপজেলার সরকারি কর্মকর্তাবৃন্দ। শনিবার সকাল ১১টায় জয়পুরহাট সদর উপজেলা পরিষদের সম্মেলনে কক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ এম.এ রব হাওলাদার,জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম,পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায় সহ অন্যরা।
সমাবেশে জেলা ও দায়রা জজ এম.এ রব হাওলাদার বলেন, বিচারকরা বিচার করবে, একই সাথে প্রতিবাদও করবে। নাগরিক হিসেবে বিচারকেরও দায়িত্ব আছে প্রতিবাদ মিছিলে শামিল হওয়ার। দেশবাসীকে জানাতে চাচ্ছেন বিচারকরা শুধু বিচার করেন না, প্রতিবাদও করতে জানেন। জাতির জনকের প্রশ্নে বিচারকদের সামনে আপস করার কোনো সুযোগ নেই। জাতির জনকের সম্মান অক্ষুণন রাখা আমাদের দায়িত্ব।
জেলা প্রশাসক শরীফুল ইসলাম বলেন, জাতির পিতার প্রশ্নে কোনো আপস নেই। যারা তার ভাস্কর্য ভাঙচুর করেছে তাদের গ্রেপ্তার করা, এদের পেছনে মদতদাতাদেরও আইনের আওতায় আনতে হবে।
এর আগে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি প্রতিবাদ র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণের পর সমাবেশ স্থলে গিয়ে শেষ হয়।
Leave a Reply