গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) তে আবারও চুরির ঘটনা ঘটেছে।
এবার বিশ্ববিদ্যালয়ের অফিসার্স কোয়ার্টার থেকে স্যানিটারি ফিটিংস চুরির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রকৌশলী এস .এম. এস্কান্দার আলীকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গিয়েছে ।আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) থেকে কমিটির তদন্ত কার্যক্রম শুরু করেছে।
দরজার কিছু অংশ ভাঙা পাওয়ায় ছাঁদের দরজা দিয়ে ভবনে চোর প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে। পরবর্তীতে চোর ফ্লাটগুলোর তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ফিটিংসগুলো চুরি করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেসে চুরির পাশাপাশি বিশ্ববিদ্যালয়েও এর আগে দুই দফায় চুরির ঘটনা ঘটেছে। এর আগে গত ঈদুল আজহার ছুটিতে বশেমুরবিপ্রবির কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ৪৯টি কম্পিউটার চুরি গেলেও এখনো উদ্ধার করা যায়নি বেশ কিছু কম্পিউটার। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগেও দুটো কম্পিউটারের হদিস পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তর থেকেই পরপর তিনটি চুরিতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে সবার মনে।
Leave a Reply