গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের ছাত্রলীগ কর্মী চন্দ্রনাথ মজুমদারের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের চন্দ্রনাথ মজুমদারের নেতৃত্বে একদল ছাত্রলীগ কর্মী গোপালগঞ্জের বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। সরেজমিনে দেখা যায়, গোপালগঞ্জ শহরের আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানে তারা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। তন্মধ্যে উল্লেখযোগ্য গোপালগঞ্জ মৎস্য ডিপ্লোমা ইনিস্টিউট, সার্কিট হাউস এবং উপজেলা পরিষদের বিভিন্ন ফাঁকা জমিতে তারা নানাবিধ ঔষধি ও ফলের চারা রোপণ করছেন।
এ বিষয়ে চন্দ্রনাথ মজুমদার বলেন, “জাতির পিতার পবিত্র জন্মভূমিতে তাঁর নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একজন গর্বিত কর্মী হিসেবে দেশের আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা এবং দেশের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সবুজ সোনার বাংলা গড়তে বদ্ধপরিকর।”
Leave a Reply