পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় আজ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয়ের মাসে সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা বিতরণ, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ, অসচ্ছল ব্যক্তিদের মাঝে ঢেউ টিন বিতরণ, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ, তিনজন ভিক্ষুককে পুনর্বাসনের অংশ হিসেবে প্রাথমিক পুঁজি সহ একটি করে দোকান প্রদান, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর মাঝে বিশেষ ভাতা বিতরণ, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের মাঝে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুল মোতালেব হাওলাদার, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, বাউফল। মোসারেফ হোসেন খান, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, বাউফল। মোসাঃ মরিয়ম বেগম (নিসু), মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, বাউফল। বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, বাউফল। এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সহ সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব জাকির হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, বাউফল।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুন্দর আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং বিজয়ের মাসে সকল প্রতিষ্ঠানের মাঝে জাতীয় পতাকা বিতরণের মহান উদ্যোগকে স্বাগত জানান। একইসাথে মুজিববর্ষ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য এবং করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সকলকে অনুরোধ করেন।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক বাউফলের শৌলায় অবস্থিত ‘নুরজাহান গার্ডেন’ পরিদর্শন করেন। পরবর্তীতে উপজেলা ভূমি অফিস পরিদর্শনপূর্বক ভূমি অফিসের সম্মুখে অবস্থিত পুষ্পোদ্যানের শুভ উদ্বোধন করেন। এছাড়াও বাউফল অফিসার্স ক্লাবের উদ্যোগে আয়োজিত শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।
Leave a Reply