সকল কার্যকম স্থগিত করা হয়েছে বিয়ানীবাজার সরকারি কলেজর গ্যালারী অব একসেলন্সের।একই সাথে অপসারিত করা হয়েছে সকল প্রতিকৃতি।বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের মাধ্যমে এই তথ্য নিশ্চিত হওয়া গিয়েছে।
সম্প্রতি বিয়ানীবাজার সরকারি কলেজে গ্যালারি অব আকসেলেন্স এর স্হাপন করা হয়েছিল।কিন্তু এটা নিয়ে সামাজিক মাধ্যম তথা বিশেষ করে ফেসবুকে ঝড় ওঠেছিল।অনেকে বিয়ানীবাজার সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর দ্বারকেশ চন্দ্র নাথের কাছে নানা প্রশ্ন দাবি করে।
তাই বিয়ানীবাজার সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সামাজিক মাধ্যমে তার অভিব্যক্তি জানান। তিনি বলেন গ্যালারি অব একসেলেন্স মূলত a2i লিডারশিপ ফর ফিউচার এডুকেশন কর্মশালার আওতায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরনের লক্ষ্যে করা হয়েছিল।আমার এ শুভ উদ্যোগ নিয়ে বিভ্রান্তি শুরু হোক তা আমি চাই না।আজ থাকে গ্যালারী অব একসেলেন্স এর সকল কাজ স্থগিত করা হলো।এবং গ্যালারিতে স্হান পাওয়া সকল কৃতি ব্যক্তির প্রতিকৃতি অপসারণের সিদ্ধান্ত নেওয়া হলো।
Leave a Reply