ব্যাংকারদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য দেশে বিশেষায়িত ও আন্তর্জাতিক মানের হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানিয়েছে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ।দেশ থমকে গেছে মহামারী করোনায়।দেশের মানুষের জন্য করোনার সম্মুখ যোদ্ধা হয়ে লড়ছে সরকারি বিভিন্ন কর্মকর্তা। আইনশৃঙ্খলা বাহিনী, ডাক্তারদের মতোই সম্মুখে থেকে সেবা দিয়ে যাচ্ছে দেশের হাজারো ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী।
ইতিমধ্যে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় নাম এসেছে একাধিক ব্যাংকারের।
এ অবস্থায় ব্যাংকারদের জন্য বিশেষায়িত হাসপাতালের দাবি জানিয়েছেন স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের যুগ্ন-আহ্বায়ক ও আইসিবি ইউনিটের সভাপতি সুমন কান্তি বাড়ৈ।
এ বিষয়ে তিনি জানান দেশে আইনশৃঙ্খলা বাহিনী ও ডাক্তারদের পাশাপাশি বিভিন্নভাবে দেশের মানুষকে সামনে থেকে সেবা দিয়ে যাচ্ছেন বিভিন্ন ব্যাংকের হাজারো কর্মকর্তা-কর্মচারী।অথচ এতো অনিশ্চয়তা নিয়ে কাজ করলেও দেশে ব্যাংকারদের ও তাদের পরিবারের জন্য কোন বিশেষায়িত হাসপাতাল নেই।
এই অবস্থায় জননেত্রী শেখ হাসিনার অর্থনীতিতে ব্যাংকারদের অবদান, দেশের মানুষের প্রতি চ্যালেঞ্জিং দেশসেবার বিষয়গুলো বিবেচনা করে ব্যাংকার ও তাদের পরিবারের সুচিকিৎসার জন্য দেশে একটি আন্তর্জাতিক মানের বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার জন্য দাবি জানান স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের এই নেতা।
সুমন কান্তি বাড়ৈ বাংলাদেশ সারাবেলাকে আরো জানান,দেশের এই দুঃসময়ে জীবন বাজি রেখে প্রায় ২ লক্ষাধিক ব্যাংকার দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি ব্যাংকিং সেক্টরকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন। এ পরিস্থিতিতে একটি বিশেষায়িত হাসপাতাল ও সুচিকিৎসার সকল ব্যবস্থা করন এখন সময়ের দাবি।
উল্লেখ্য স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে থাকা কর্মজীবিদের স্বার্থ সংরক্ষণে নিয়মিত কাজ করে যাচ্ছে।
Leave a Reply