নাটোরে বড়াইগ্রামে নিজের জন্মদিনে গতানুগতিক আনুষ্ঠানিকতার পরিবর্তে করোনা পরিস্থিতিতে কর্মহীন রিকশাওয়ালা, হকার, পরিবহন শ্রমিক, দোকান কর্মচারী ও অসহায় দিনমজুরসহ পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি’র পুত্র আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন।
রোববার বিকালে বড়াইগ্রাম পৌরসভার লক্ষীকোল বাজার ও মৌখাড়া বাজারে প্রায় এক হাজার রোজাদারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাহাবুবুল হক বাচ্চু, জেলা পরিষদ সদস্য আবুল কালাম জোয়াদ্দার, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠণিক সম্পাদক হাসান ফারুক, কল্লোল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মিল্টন হোসেন, জেলা ছাত্রলীগের উপ-অর্থ বিষয়ক সম্পাদক কাওসার আহমেদ অপু ও গুরুদাসপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাশিষ কবির উপস্থিত ছিলেন।
এ সময় এমপিপুত্র তার বক্তব্যে রাখেন, আমার পিতা আব্দুল কুদ্দুস এমপি সারাজীবন আপনাদের পাশে থেকেছেন, আপনাদের জন্য কাজ করেছেন। আমিও তাঁর ছেলে হিসাবে সারাজীবন এই এলাকার গরীব-দুঃখী মানুষের পাশে থাকবো ইনশাল্লাহ।
Leave a Reply