নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে সোলায়মান আলী (৪০) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত সোলায়মান বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের অর্জুনপুর গ্রামের মৃত শাহজাহান আলী মোল্লার ছেলে। সোমবার রাত ৮টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের রাজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার রাতে সোলায়মান আলী মুলাডুলি বাজার থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় রাজশাহী থেকে পাবনাগামী মাছরাঙা পরিবহন (ঢাকা মেটো্র ব-১৫-০৬৯৬) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কটির রং সাইডে গিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর মনির হোসেন জানান, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ পোস্ট মর্টেম ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। যাত্রীবাহী বাসটি আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply