নাটোরের বড়াইগ্রাম পৌরসভার নবনির্বাচিত মেয়র মাজেদুল বারী নয়নসহ ৯ জন কাউন্সিলর ও তিনজন মহিলা কাউন্সিলর শপথ গ্রহণ করেছেন। রোববার দুপুর ১২টায় রাজশাহী শিল্পকলা একাডেমীতে বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবির তাদের আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের রাজশাহী বিভাগীয় পরিচালক মো. জিয়াউল হক ও উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন উপস্থিত ছিলেন।
শপথ নেয়া কাউন্সিলররা হলেন-১ নং ওয়ার্ডে ফজলুর রহমান ফজের, ২ নং ওয়ার্ডে আতাউর রহমান লিটন, ৩ নং ওয়ার্ডে রফিকুল ইসলাম, ৪ নং ওয়ার্ডে আব্দুল আজিজ জোয়াদ্দার, ৫ নং ওয়ার্ডে মোতালেব হোসেন, ৬ নং ওয়ার্ডে দিল মোহাম্মদ, ৭ নং ওয়ার্ডে আব্দুস সামাদ, ৮ নং ওয়ার্ডে জাহিদুল ইসলাম ও ৯ নং ওয়ার্ডে ওয়াজেদ আলী। এছাড়া সংরক্ষিত ১ নং ওয়ার্ড কাউন্সিলর রোকেয়া বেগম, ২ নং ওয়ার্ডে মিনারা বেগম এবং ৩ নং ওয়ার্ডে রাণী বেগম শপথ গ্রহণ করেন।
Leave a Reply