বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল,ফরিদপুর এর পুরোটা করোনা ডেডিকেটেড করার পর থেকেই ফরিদপুর জেলা সহ পার্শ্ববর্তী অনেক জেলা রোগী সদর হাসপাতালের চিকিৎসা নিতে আসছেন।হাসপাতালটির লোকবল ও শয্যার অভাবে অধিকাংশ রোগিই ঠিকমতো চিকিৎসা নিতে পারছেন না।
পাশাপাশি ভ্যাক্সিনেশন কার্যক্রমেও হিমশিম খাচ্ছে এই হাসপাতাল।অন্যান্য কেন্দ্রগুলোতে যেখানে মেসেজ ছাড়া ভ্যাকসিন পাচ্ছে, সেখানে সদরে তা হচ্ছে না।
এই বিষয়ে সিভিল সার্জনের মেডিকেল অফিসার ডাঃ তানসিভ জুবায়ের বলেন ” সাধারণ মানুষ যারা ভ্যাকসিন নিবন্ধন করছেন তারা অধিকাংশই কেন্দ্র হিসেবে জেনারেল হসপিটাল হিসেবে পছন্দ করছেন এতে এক কেন্দ্রে থেকে এতো ভ্যাকসিন সবাইকে দেওয়া যাচ্ছে না, মেসেজ পাওয়ার ভিত্তিতে আপাতত ভ্যাকক্সিন দেওয়া হচ্ছে”।
ফরিদপুর সদর এবং মেডিকেল কলেজ হাসপাতালের এই অবস্থাতে শহরের বেসরকারি ডায়াগনস্টিক এবং হাসপালের ব্যাবসা রমরমা হয়ে উঠেছে।দালালের খপ্পরে পড়ে সর্বস্ব হারাচ্ছেন অনেকেই।এর মধ্যে ভুক্তভোগী আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দা মোহাম্মদ সেলিম বলেন, “স্ট্রোকের রোগীকে প্রথমে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তারা ফিরিয়ে দেয়।পরে দালালের খপ্পরে পড়ে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোতে ঘুরে ঘুরে টেস্ট এবং চিকিৎসা নিতে নিতে সব টাকা শেষ হয়ে গেছে। “
Leave a Reply