করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপে সংক্রমণের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ‘করোনা ভাইরাসে আতঙ্ক নয় দরকার সচেতনতা ও সতর্কতা’ এই বিষয়কে প্রতিপাদ্য করে রাঙ্গাবালীর চরমোন্তাজ ইউনিয়ন “পুলিশ তদন্ত কেন্দ্র” মাস্ক পরিধান, স্বাস্থ্যবিধি মানা, মাস্ক পরার জন্য প্রচার-প্রচারণা করে যাচ্ছে। যারা মাস্ক পরছেন না তাদেরকেই দিয়ে মাস্ক পড়ার বিষয়ে সাধারণ জনগণকে আহ্বান জানানো হয়েছে।
২১শে মার্চ রোজ রবিবার সকাল ১১:৩০ এর সময় উক্ত কর্মসূচি শুরু করেন চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিশেষ টিম।
সারা বিশ্বের মতো আমাদের দেশেও করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে। জীবন ও জীবিকার তাগিদে মানুষ ঘরের বাইরে যাচ্ছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। সাধারণ মানুষের মধ্যে নেই কোন ভীতি, উদ্বেগ ও সচেতনতা। গন-পরিবহন, হাট-বাজার, বিপণী বিতান, বিনোদন স্পট, লঞ্চ ও বাসে কোথাও মানুষ স্বাস্থ্যবিধি মানছে না।
এই সকল বিষয় লক্ষ্য করে চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম চরমোন্তাজ ইউনিয়ন এর সচেতন শিক্ষিত নাগরিকদের সাথে নিয়ে, চরমোন্তাজ স্লুইস বাজার এলাকায় গুরুত্বপূর্ণ মোড় বা স্থান, হাটবাজার, লঞ্চঘাটে এবং জনসমাগমস্থলে মাস্ক বিতরণের মাধ্যমে জনগণকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করেছেন। সচেতনতার পাশাপাশি সাধারণ মানুষকে বিনামূল্যে মাস্ক পরিয়ে মাস্ক পড়ার বিষয়ে সচেতন করা হয়েছে।
Leave a Reply