পাবনার ঈশ্বরদীতে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ প্রজেক্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।কিছুদিন আগে সমালোচনায় কেন্দ্রে থাকা হোতা এবার জেলে বসেই দেখালেন তেলেসমাতি।
রূপপুর আবাসিক ভবনে বালিশ ওঠানোকে কেন্দ্র করে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছিলো।শুধু বালিশই নই,বৈদ্যুতিক চুলা,টেলিভিশন সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় ও তা আবাসিক ভবনের বিভিন্ন তলায় উঠানোর জন্য অকল্পনীয় মূল্য দেখিয়ে সারা দেশের সমালোচনার কেন্দ্রবিন্দু হয়েছিলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদার প্রতিষ্ঠান সাজিন এন্টারপ্রাইজ। সাজিন এন্টারপ্রাইজ একটি বালিশ ওঠানোর জন্য খরচ দেখিয়েছিলো ৭৬০ টাকা।বালিশ কেনায় দেখিয়েছিলো পাঁচ হাজার ৯৫৭ টাকা। বৈদ্যুতিক চুলা ভবনে ওঠানোর খরচ দেখানো হয়েছিলো ছয় হাজার ৬৫০ টাকা। টেলিভিশন ভবনে ওঠানোর খরচ দেখানো হয় সাত হাজার ৬৩৮ টাকা। দুর্নীতির এমন এলাহি কাণ্ড ঘটিয়ে ঠিকাদার সাজিন এন্টারপ্রাইজের মালিক শাহাদাত হোসেন দেশজুড়ে সমোলচিত হোন।তার বিতর্কিত কাণ্ডে সরকারকে পড়েছিল ভাবমূর্তি সংকটে। দেশজুড়ে তোলপাড় ওঠার পর দুদকের মামলায় সেই শাহাদাতসহ ১৩ জন এখন জেলে রয়েছেন অনেক দিন ধরেই।তার ঠিকাদার প্রতিষ্ঠান সাজিন এন্টারপ্রাইজকে কালো তালিকাভুক্ত করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। কিন্তু জেলে থেকেও কমেনি শাহাদাত ও তাঁর সিন্ডিকেটের দৌরাত্ম্য, এবার এই পাবনাতেই দেখালেন আরেক তেলেসমাতি। জেলে বসেই শাহাদাত নিজের প্রতিষ্ঠান ও তার সিন্ডিকেটের জন্য বাগিয়ে নিয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪৮০ কোটি ৬০ লাখ টাকার উন্নয়নকাজের বেশির ভাগ।
সাজিন এন্টারপ্রাইজকে কালো তালিকাভুক্ত করায় ভিন্ন কৌশল নিয়েছেন শাহাদাত। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শাহাদাতের আরেক প্রতিষ্ঠান সাজিন কনস্ট্রাকশন লিমিটেডের নামে আলাদা দুটি ভবন নির্মাণের ৮৭ কোটি টাকার কাজ দিচ্ছে বলে জানা গিয়েছে । এরই মধ্যে দরপত্রপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এটা করতে গিয়ে সর্বনিম্ন দর প্রস্তাবকারীকে বঞ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলে অভিযোগও রয়েছে । এই ঘটনায় ক্ষুব্ধ সর্বনিম্ন দরদাতা জিন্নাত আলী জিন্নাহ লিমিটেডের মালিক লিখিত অভিযোগ করেছেন প্রকল্প কর্মকর্তা ও শিক্ষা মন্ত্রণালয়ের কাছে বলে বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গিয়েছে।
এদিকে বালিশকান্ডে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেও জেলে বসে একই জেলার মধ্যে তার ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ বাগিয়ে নেয়ায় অবাক হয়েছেন সবাই। তার এই তেলেসমাতির খুটির জোর কোথায়,তা নিয়ে সচেতন মহলে চলছে জোর আলোচনা-সমালোচনা।
Leave a Reply