নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খানকে মারধরের ঘটনায় মামলা হওয়ার পর সাংসদ হাজী সেলিমের চকবাজারের বাড়ি ঘেরাও করে অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
পুরান ঢাকার চকবাজারের ৩০ নম্বর দেবিদাস ঘাট লেনের ওই বাড়িতে দুপুরের পর থেকে অভিযান শুরু হয়।
জানা যায়, হাজী সেলিমের বাসায় র্যাব ও ডিবির যৌথ অভিযান চলছে।
চকবাজারের যে বাসায় র্যাব অভিযান চালাচ্ছে সেটি হাজী সেলিমের পৈতৃক বাড়ি বলে জানা গিয়েছে ।
অভিযানে র্যাবের ৫ শতাধিক সদস্য অংশ নিয়েছেন। ওই এলাকায় কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।
বাড়ির প্রতিটি তলার প্রতিটি কক্ষেই তল্লাশি চলছে।
গতকাল রোববার সন্ধ্যার পর ধানমণ্ডিতে কলাবাগান ক্রসিংয়ের কাছে হাজী সেলিমের সংসদের স্টিকার লাগানো গাড়ি থেকে নেমে কয়েকজন লেফটেন্যান্ট ওয়াসিফকে মারধর করেন।
ঘটনার পরদিন আজ সোমবার ধানমণ্ডি থানায় একটি মামলা করেন ওয়াসিফ।
মামলায় হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম, প্রোটকল অফিসার এবি সিদ্দিক দিপু, মোহাম্মদ জাহিদ ও মিজানুর রহমানের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও তিনজনকে আসামি করা হয়েছে বলে জানা যায়।
Leave a Reply